প্যাকেজ রেটের তারতম্য


হজ্জ প্যাকেজ-রেট (খরচ) কম/বেশী হওয়ার কারণ
সম্মানিত হাজী সাহেবদের পক্ষ থেকে প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়। তা হলো, একই কাবাকে কেন্দ্র করে সবাই যখন হজ্জ করবে, সেক্ষেত্রে বিভিন্ন এজেন্সীর রেট বিভিন্ন (কম/বেশী) প্রকার কেন? যেসব কারণে হজ্জের খরচ কম/বেশী হয়, হাজীদের অবগতির জন্য তা নিম্নে উল্লেখ করা হলো:

  • বাসস্থান হারাম শরীফের নিকটে বা দূরে হওয়ায় রেট কম/বেশী হয়।
  • বাসার মান উন্নত বা অনুন্নত হওয়ায় বাসাভাড়া কম/বেশী হয়।
  • একই রুমে লোক কম/বেশী হওয়ার কারণে খরচ কম/বেশী হয়।
  • হাজীদের খেদমতের জন্য যে সকল এজেন্সী পর্যাপ্ত হজ্জ গাইড নিয়োগ করেন, তাদের খরচ বেশী হয়।
  • হাজী সাহেবদেরকে পরিবেশিত খাবারের মান ভাল/মন্দ হওয়ার কারণে রেট কম/বেশী হয়।
  • যেসব এজেন্সীর মালিক নিজে হাজী সাহেবদের তদারকী করেন, তাদের সার্ভিসের মান সাধারণত: ভালো। তাই তাদের রেট বেশী থাকে।
  • হজ্জের ফ্লাইট, যথা- বিমান/সৌদি এয়ারলাইন্স অথবা সরাসরি/উইথ-ট্রানজিট হওয়ার কারণে কম/বেশী হয়।
  • মিনায় হাজী সাহেবদেরকে খাবার দেয়া না দেয়ার কারণে রেট কম/বেশী হয়।
  • মুআল্লিম অফিসের সার্ভিসচার্জ কম/বেশী হওয়ার কারণে রেট কম/বেশী হয়।
  • ঐতিহাসিক স্থানসমূহ যিয়ারত করানো বা না করানোর উপর রেট কম/বেশী হয়।